আসানসোল। যমজ মেয়েদেরকে স্কুল থেকে নিতে এসে মর্মান্তিক এক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো মায়ের। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের সেন্ট মেরী গরেটি স্কুলের সামনে। আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের শান্তিনগর মেন রোডের বাসিন্দা মৃত মহিলার নাম বেবি সাউ ( ২৭)। এই ঘটনা কি ভাবে ঘটেছে,তা নিয়ে সঠিক কোন তথ্য পুলিশ প্রশাসন দিতে না পারায় মৃত মহিলার পরিবারের সদস্য, আত্মীয় পরিজন থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তারা দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পরে, মৃতদেহ নিয়ে চলে আসেন আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে। সেখানে মৃতদেহ রেখে, পুলিশ পোষ্ট ঘেরাও করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ও ঠিক কি ঘটনা ঘটেছে, তার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ পোস্ট চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দাবি মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেন।
যমজ মেয়েদেরকে স্কুল থেকে নিতে এসে মর্মান্তিক এক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো মায়ের
