রানিগঞ্জে মহাবীর কোলিয়ারিতে শুটিংয়ে আসছেন অক্ষয় কুমার
ASANSOL EXPRESS NEWS 29.04.2022 রানীগঞ্জ শিল্পাঞ্চলে আর কয়েকদিন পরেই আসছেন বলিউডের বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার একটি হিন্দি ছবির শুটিংয়ের উদ্দেশ্যে। রানীগঞ্জ মহাবীর কোলিয়ারি এলাকায় হবে শুটিং। সূত্র মারফত জানা গেছে ১৯৮৯ সালে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি তে ঘটে যাওয়া মর্মান্তিক কোলিয়ারি দুর্ঘটনা পেক্ষাপটে এই ছবি তৈরী হবে. এই ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে অনুমতি চেয়ে এ আবেদন করা হয়েছে ওই ছবির প্রয়োজকের সংস্থার পক্ষ থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহে রানীগঞ্জ শিল্প অঞ্চলের মহাবীর কোলিয়ারি তে শুটিংয়ে আসবেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার