জামুরিয়া এক কুইন্টালের বেশি গাঁজা সহ এক গ্রেপ্তার, গাড়িও জব্দ করা হয়েছে
ক্রান্তি সিং জামুরিয়া 30.04.2022:- অবৈধ গাঁজা পাচারের বিরুদ্ধে বড় সাফলতা পেয়েছে জামুদিয়া থানার পুলিশ। এক কুইন্টালের বেশি গাঁজা বাজেয়াপ্ত করেছে জামুদিয়া থানার পুলিশ। এ ঘটনায় উত্তম গড়াই নামে স্থানীয় এক ব্যক্তিকে একটি চার চাকার গাড়ি সহ আটক করা হয়েছে। পুলিশ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুরিয়া পুলিশ শুক্রবার রাতে জামুরিয়ার বিজপুর দক্ষিণ পাড়াতে যৌথ অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করে। উত্তম গড়াইয়ের বাড়ির সামনে নিজের চার চাকার গাড়িতে গাঁজা রাখা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পুরো বাড়িতে তল্লাশি চালায়। উদ্ধার করা হয়েছে এক কুইন্টাল তিন কেজির বেশি গাঁজা। ধৃত উত্তমকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করা হবে।বিশাল পরিমাণ গাঁজা পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।