প্রথম বৃষ্টিতে খানিকটা স্বস্তি দিল রানিগঞ্জ শহরের

প্রথম বৃষ্টিতে খানিকটা স্বস্তি দিল রানিগঞ্জ শহরের

রানিগঞ্জ:- আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, ২ মে থেকে রাজ্যে বৃষ্টি নামবে, কিন্তু শুক্রবার, ২৯ এপ্রিল থেকে হালকা বৃষ্টি মানুষকে স্বস্তি দিয়েছে। শুক্রবার বাঁকুড়া ও দুর্গাপুরে লাঙ্গল বৃষ্টি, আর একদিন পরেই গ্রীষ্মের প্রথম বৃষ্টিতে খানিকটা স্বস্তি দিল রানিগঞ্জ শহরের খনি এলাকায়। শনিবার বিকেল সাড়ে ৪টায় বজ্রবিদ্যুৎসহ কয়েক মিনিটের জন্য হালকা বৃষ্টিপাত হলেও সামান্য বৃষ্টি আবহাওয়ায় পরিবর্তন আনে। বৃষ্টির পর ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে যা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। গ্রীষ্মের প্রথম বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে লোকজনকে।বৃষ্টির পর মানুষ ঘর থেকে বের হয়ে বাইরে ঘোরাফেরা করছে।গ্রীষ্মের তাপে গাছ-গাছালিও শুকিয়ে গেছে, যা আজকের বৃষ্টিতে আবারও সবুজে ভরে উঠতে পারে। বলা যায়, মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে রানিগঞ্জ শহরের তাপদাহ ঠাণ্ডা হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!