আসানসোল:আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আজ ইফতার পার্টির আয়োজন করা হয়.এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ শহরের সংখালঘু সম্প্রদাইয়ের মানুষ থেকে বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।মেয়র জানান প্রতি বছর মত এবারো আসানসোল পুরনিগম থেকে এই ইফতার পার্টি আয়োজন করা হয়। এই পবিত্র ইফতার পার্টিতে আসানসোল বাসীকে জানাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা এবং এই ইফতার পাটিতে সব ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার জন্যে সকলকে ধন্যবাদ।
ডেপুটি মেয়র জানায় এখন প্রায় ৫০০০ হাজার রোজা খুললেন সংখ্যালঘু সম্প্রদায় মানুষেরা। আর একদুইদিনে খুশির ঈদ সকলে মিলে এই দিনটি ভালোভাবে পালন করবেন সবাই এই ঈদের অপেক্ষায় । বিগত দুমাস ধরে করোনা থাকাকালীন ইফতার ঈদ পালন হয়নি। কিন্তু এবার ইফাতার পার্টি ঈদ মিলন উৎসব হচ্ছে। আমরা যে সব মুসলিম ভাই বোনরা আছে তাদের কে ঈদ শুভেচ্ছা জানাই।
আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আজ ইফতার পার্টির আয়োজন
