কুয়ো তে হটাৎই ধস এলাকায় আতঙ্ক

নিজস্ব সংবাদ অন্ডাল: ফের খনি এলাকায় ধস ঘটনাটি ঘটেছে অন্ডাল এলাকা খাদরা পঞ্চায়েত সিদুলি দিঘির বাগান এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসিএল তরফ থেকে কুয়াতে জল ভর্তি করার সময় ধ্স নামে। সে সময় ধ্বস নামার ওই স্থানে এক শিশুর স্নান করছিল তখনই তার মা ধসের বিষয়টি লক্ষ্য করে টেনে বার করে নেয় শিশুটিকে।রবিবারের ঘটা এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য এই প্রবল গ্রীষ্মে জল অমিল সমগ্র এলাকায়।তার মধ্যে এই কুয়োই ধস ,অথচ এই কুয়োর উপরে নির্ভরশীল এলাকায় 400 থেকে 500 জন মানুষ। ধসের কারণে কুয়ো বসে যাওয়ার কারনে এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। নিরুত্তর রয়েছে সকলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!