কল্যান মন্ডল পাণ্ডবেশ্বর: শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে এ মহামিছিল অনুষ্ঠিত হয় হরিপুর গাইঘাটা মোড় হইতে হরিপুর বাজার পর্যন্ত ।মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,আইএনটিইউসি পাণ্ডবেশ্বর ব্লক প্রেসিডেন্ট রামচরিত পাসোয়ান সহ অন্যান্য ব্লক নেতৃত্ব । এই মহামিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রের সংগঠিত ও অসংগঠিত কয়েক হাজার শ্রমিক ।সেই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,যে এই কেন্দ্র সরকার শ্রমিকদের ন্যায্য ন্যূনতম দাবি থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে।এই কেন্দ্র সরকার বিভিন্ন সংস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে শ্রমিক শোষণ শুরু করেছে।তাই শ্রমিক শোষণ রুখতে আগামী দুহাজার চব্বিশে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ দিল্লির মসনদে দেখতে চাইছে । শ্রমিক শোষণকারী মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে আগামী দিনে সকলকে একত্রিত হতে হবে
ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে পাণ্ডবেশ্বর ব্লক INTTUC ও কয়লা খাদান ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মহামিছিল।
