ASANSOL EXPRESS ক্রান্তি সিং জামুড়িয়া:– রমজানের শেষ লগ্নে কাজী নজরুল ইসলামের পুণ্যভূমিতে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে শ্রমিক নেতা তারকেশ্বর সিং এবং রাজু মাজি নেতৃত্ব জামুড়িয়ার বোগড়ার কমিউনিটি হলে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে দাওয়াতে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পুর্নশশী রায়, প্রভাত বন্দ্যোপাধ্যায়, শ্রমিক নেতা তারকেশ্বর সিংহ, রাজু মাজি, বিবেক মন্ডল, হাফিজ দিলসার আলম, ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত সহ সকল। এই প্রসঙ্গে পিন্টু কুমার দত্ত বলেন, আমরা বরাবরই হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ ও দুর্গাপূজা পালন করি, আমাদের মধ্যে কোন বিভাজন নেই এবং আগামী দিনে কোনো দল আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না, নজরুলের কথায় আমরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।
আইএনটিটিইউসির পক্ষ থেকে জামুড়িয়ার বোগড়ার কমিউনিটি হলে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হলো
