নিজস্ব সংবাদ আসানসোল এক্সপ্রেস :রানীগঞ্জে বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয় রানীগঞ্জ বাস স্ট্যান্ডে। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আসানসোলের পৌর পিতা উৎপল সিনাহা, আসানসোল দক্ষিণ গ্রামের যুব সভাপতি সনজিৎ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী এবং চিকিৎসক এস মাঝি, সমাজসেবী সন্দীপ ভালোটিয়া, অরুণ গড়ায়, মোহাম্মদ শাহজাদা, পৌর মাতা আখতারী খাতুন, অমিত তিওয়ারি, সন্তোষ সিং। পবিত্র রমজান মাসে রোজা খোলার পর মুসলিম সম্প্রদায়ের প্রায় ১২৫ জনের হাতে তুলে দেন ফল মিষ্টান্ন ,শরবত ,ঠান্ডা পানীয় জল। আসানসোলের পৌর পিতা উৎপল সিনা জানান রমজান মাস একটি পবিত্র মাস, আর এই রমজান উৎসবে রোজা খোলার একটি রেওয়াজ রয়েছে, যেখানে এ রোজা খোলার সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের আহ্বান করে রোজা ভঙ্গ করেন রোজেদারেরা, আর এই সম্প্রীতির বার্তা দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের বিভিন্ন অংশে, তিনি জানান এরই নাম ভারতবর্ষ যেখানে আমরা জাতপাতের বিভেদ ভুলে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের মিলন ঘটিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। সকলেই একে অপরের উৎসবে শামিল হয়ে নিজেদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে থাকি।
রানীগঞ্জে বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয় ASANSOL EXPRESS
