গতকাল সন্ধ্যায় কালবৈশাখির তাণ্ডবের কারণে মুম্বাই থেকে দুর্গাপুর তথা অণ্ডাল বিমান বন্দরে ওই বিমানের যাত্রী মণীন্দ্র ভার্মা ও তার কন্যার অনুভূতি এটা এক ধরণের মিরাকেল ASANSOL EXPRESS

নিজস্ব সংবাদ আসানসোল :গতকাল সন্ধ্যায় কালবৈশাখির তাণ্ডবের কারণে মুম্বাই থেকে দুর্গাপুর তথা অণ্ডাল বিমান বন্দরে আসা বিমানের রাণওয়েতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় ৷ প্রবল ঝড় বৃষ্টির কারণে বিমানের মধ্যে তীব্র ঝাকুনির সৃষ্টি হয় ৷ যদিও পাইলটের দক্ষতায় প্রায় ১৮৫ জন যাত্রীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ৷ যদিও ঘটনার জেরে ৪০ জন যাত্রী অল্পবিস্তর জখম হন ৷ যাদের বিমান বন্দরেই চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ওই বিমানেই যাত্রী হিসাবে উপস্থিত ছিলেন মুম্বাই থেকে আগত মণীন্দ্র ভার্মা ও তার কন্যা টিয়া ভার্মা ৷ যারা মুম্বাই থেকে কাজী নজরুল বিমান বন্দরে অবতরণ করে আসানসোলের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেন ৷ তাদের মুখেই ঘটনার ভয়াবহতার প্রতিক্রিয়া মনীদ্র ভার্মা জানান আমি বহু বার বিমানে যাতায়াত করেছি তবে এই ধরনের অনুভূতি কখন হয়নি। পাইলটের দক্ষতায় আজ আমি এবং আমার মেয়ে প্রাণে বাঁচলাম আর আমার ভায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি এটা এক ধরণের মিরাকেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!