নিজস্ব সংবাদ পূর্ব মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী সম্পা মান্না। পরে স্বামীও বিষ খেয়ে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষন সময় কথাকাটাকাটি হয় দুজনের মধ্যে তারপর এই ঘরেই থাকা ছুরি হাতে তুলে নেয় দুজনে। দুজনে দুজনাকে আহত করে ছুরি দিয়ে। সম্পা মান্নার স্বামী স্ত্রীর গলায় খুর চালিয়ে দেয়, স্ত্রী স্বামীর পেটে ছুরি মারে । দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের দেখে তমলুক হাসপাতালে নিয়ে যায়। ঘরের মেঝে রক্তে ভেসে যায়। কোলাঘাট থানার পুলিশ ব্যবহৃত ছুরি সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে। তাঁদের একটা মেয়ে ও একটা ছেলে রয়েছে।
মৃতার ভাই জানান,প্রায়শই বিবাদ লেগে থাকতো।আজ তার দিদিকে ছুরী মেরে নেজে বিষ খেয়ে নিজের হাতে ছুরী মেরে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু এদিনের ঝগড়া তুমুল আকার নিলে খুনের আকার ধারন করে বলে জানা যায়। জানাযায় নিজের সেলুন থেকে ফিরে এসে মেয়েকে দোকান পাঠিয়ে দিয়ে তারপরেই শম্পাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে নিজে বিষ খেয়ে নিজের শরীরে ছুরী চালায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্পার।স্থানীয়রা দুজনকেই তমলুক জেলা হাসপাতালে পাঠায়।পথ শংকরের মৃত্যু হয়। এমন ঘটনায় শোকের ছায়া নামে।কোলাঘাটের দেনান গ্রামে। জানা গিয়েছে শ্বশুরবাড়িতেই ঘর জামাই থাকত শংকর মান্না, তাদের পনেরো বছরের একটি মেয়ে ও দশ বছরের একটি ছেলে রয়েছে।ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে একটি ছুরী সহ কিছু জিনিসপত্র উদ্ধারকরে।এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
স্ত্রীকে কুপিয়ে মেরে নিজে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী ASANSOL EXPRESS
