বছরে ২বার উচ্চ্যমাধমিক পরীক্ষা রাজ্যে
নিজস্ব সংবাদ কলকাতা :আইসিএসি ও সিবিএসি বোর্ডের ধাঁচে পশ্চিমবঙ্গেও উচ্চমাধ্যমিক পরীক্ষা বছরে ২বার অর্থাৎ দুটি সেমিস্টার সিস্টেমে নিয়া হবে বলে ইচ্ছা প্রকাশ করেছে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর। সেই মতো পরিকল্পনাও নিতে শুরু করেছে এই দুই দপ্তর। এই পরীক্ষা উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম চালু করার ইচ্ছে ছিল সংসদের। কিন্তু সময়ে অভাবে তা কার্যকর করা যায়নি। আগামী ৬ই মে এই মর্মে একটি বৈঠক বসতে চলেছে। যেখানে রাজ্য সরকারি স্কুলের উচ্চ শিক্ষার নিজস্ব শিক্ষানীতি তৈরির জন্য গঠিত কমিটি ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ব্রাত বসু। বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানানো হবে.সেই মতো বিষয় ধরে নতুন সিলেবাসে তৈরি অথবা সেমিস্টার অনুযায়ী সিলেবাসের বিভাজন করার কথা ভাবা হবে।
বছরে ২বার উচ্চ্যমাধমিক পরীক্ষা রাজ্যে ASANSOL EXPRESS NEWS
