নিজস্ব সংবাদ বাঁকুড়া :মঙ্গলবার রাতে একটি দলছুট দাঁতাল আচমকাই গঙ্গাজল ঘাটি হাটতোলায় ঢুকে পড়ে। সেখানে দুটি দোকান ভাঙচুর ও বেশকিছু সবজি নষ্ট করে । পরে সেই দাঁতাল ঢুকেপড়ে নেতাজি পল্লীতে। সেখানেও একটি বাড়ির পাঁচিল ভাঙে বলে খবর । পাশেই চলছিল বিয়ে বাড়ি অনুষ্ঠান দাঁতালটি সেদিকে রওনা দিলে সেখানের লোকজন হাতিটিকে জঙ্গলের দিকে বিতাড়িত করে। পরে বনথফতরে খবর দেওয়া হলে বনকর্মীরা হাতিটিকে গঙ্গাজল ঘাটির জঙ্গলে স্থানান্তরিত করে । বর্তমানে দাঁতালটি গঙ্গাজল ঘাটির জঙ্গলেই রয়েছে। তবে সারারাত হাতির আতঙ্কে কাটল গঙ্গাজল ঘাটির নেতাজি পল্লীর বাসিন্দাদের।
বনদফতরে সঙ্গে যোগাযোগ করা হলে বনদফতর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।