নিজস্ব সংবাদ কলকাতা :লক্ষীর ভান্ডার এর অর্থ দেওয়ার জন্য লক্ষীবারকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় থাকা বাংলার মহিলারা সেই অর্থ পাবেন।বেহস্পতিবার ৫মে দুপুর ১টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা। সেখানেই লক্ষী ভান্ডারের অর্থ বিতরণ নবান্ন থেকে বিতরণ করা হবে.২০২১ সালে থেকে এই প্রকল্পটি চালু রয়েছে। বেহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অর্থ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রকল্পটিতে নতুন সংযোজনও করতে পারেন ,মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই প্রকল্পের আওয়তায় এক কোটি ৬০ হাজার লক্ষ মহিলা এর সুবিধা পান।
লক্ষীবারেই লক্ষীর ভান্ডারের অর্থ বিতরণ করবেন মমতা ASANSOL EXPRESS NEWS
