সুরজিৎবাউরি রানীগঞ্জ : রানীগঞ্জে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুপুর আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে জলের সমস্যা ভোট আসে ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতি রাখেন না কেও। বারবার রাস্তা অবরোধ পঞ্চায়েত মেম্বার জানানো সত্ত্বেও পায়না তারা জল. এলাকায় গ্রামবাসীদের ভোটের আগে আসে আর দিয়ে যায় প্রতিশ্রুতি। চারটি মাত্র টিউ কল সেগুলোও খারাপ সেই কারণেই তারা বুধবার এগারোটা থেকে ১১ টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তার মাঝে খালি কলসি বালটি রেখে , রাস্তা গার্ড করে রাখে, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর পঞ্চায়েত মেম্বার , বল্লভপুর পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডল গ্রামবাসীদের সাথে বচসায় পড়ে। তারপর আশ্বাস দেয় সিধান মণ্ডল তাদেরকে জলের ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয়। তারপর উঠে রাস্তা অবরোধ কিন্তু গ্রামবাসীদের দাবি যে এর আগেও এরকম কথা বলা হয়েছিল তাদের কে কিন্তু কোন কাজ হয়নি। তাই তারা বলেন এবারে যদি কাজ না হয় তারা কারও এই কথা শুনবে না।
জলের দাবিতে রাস্তা অবরোধ ASANSOL EXPRESS NEWS
