আসানসোল : ২ রা মে 2021 ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে ভয় মুক্ত সমাজ ও হিংসা মুক্ত বাংলা গড়তে,আসানসোল বিজেপির পক্ষ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প সপ্তাহ পালনের মাধ্যমে বাংলার সাম্প্রতিক ক্ষমতাসীন দলের নগ্ন চিত্র সাধারণ মানুষের নিকট তুলে ধরার লক্ষে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় আসানসোল উত্তর বিধানসভার কোর্ট মোড় স্থিত 03 নম্বর মন্ডল পার্টি অফিসের সামনে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী।
বাংলার সাম্প্রতিক ক্ষমতাসীন দলের নগ্ন চিত্র সাধারণ মানুষের নিকটচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় ASANSOL EXPRESS NEWS
