১১০০ ট্রেন বাতিল করল রেল

ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ :রেল একের পর এক ট্রেন বাতিল করতে শুরু করছে সেই সংখ্যা আরও বাড়বে বলে আগেই জানিয়েছিল রেলমন্ত্রক। ৪মে পর্যন্ত ১১০০ ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। তীব্র কয়লা সংকটের কারণেই রেল এই সিদ্ধান্ত। ২৪মে পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। কয়লা সংকটের জেরে বিদুৎতের সমস্যা শুরু হয়েছে দেশে। লোডশেডিং দেখা দিচ্ছে।
এর আগে ২৯ এপ্রিল পর্যন্ত ৫০০ এক্সপ্রেস মেল্ ট্রেন এবং ৫৮০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এর আগে দেশের ৪০০টি রুটে ২৮০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।যাত্রীরা স্বাভাবিক ভাবেই চরম সমস্যায় পড়েছেন। ট্রেন বাতিল হওয়ায় অনেকের বুকিং বাতিল করতে হয়েছে। অনেকেই ট্রেনের টিকিট পাচ্ছেন না। কয়েকদিন পরেই গ্রিষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য টিকিট বুক করেছিলেন পর্যটকরা।সেই টিকিট ক্যান্সেল করতে হচ্ছে। যে কারনে রেলের এই সিদ্ধান্তে বেজায় সমস্যা ঝেলতে হচ্ছে পর্যটকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!