ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে ছাত্র রেগিং এর অভিযোগ
ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ :দুর্গাপুর শিল্পাঞ্চলে এর নামই সরকারি প্রতিষ্ঠান ন্যাশানাল ইনসিটিউট অফ টেকনোলজিতে পুরাতন ছাত্র দের দ্বারা নবীন ছাত্রদের রেগিং এর অভিযোগে উত্তাল হল দুর্গাপুর শিল্পাঞ্চল। সূত্র মারফত জানা গেছে তৃতীয় বর্ষের বেশ কয়েকজন ছাত্র গতকাল রাত্রে প্রথম বর্ষের নতুন ছাত্রের বেধড়ক মারধর করেন রেগিং নামে। আহত ছাত্ররা রাত্রেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। কলেজ ও রেগিং প্রতিরোধ কমিটি যৌথভাবে দুর্গাপুর পুলিশকে খবর দেন এই ঘটনার। দুর্গাপুর থানার পুলিশ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ছাত্ররা তাদের দোষ স্বীকার করে ক্ষমা প্রাথী হন। ন্যাশনাল ইন্সিটিউট অফ টেকনোলজির রেগিং প্রতিরোধ কমিটির কর্মকর্তারা ওই অভিযুক্ত ছাত্র দের আগামী দুইবছর অবধি তাদের রেজাল্ড কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রে মারফত জানা গেছে। পুলিশের মানবিক মুখ দেখিয়ে পদস্থ আধিকারিকরা ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে তাদের একবার মতন সতর্ক করে ছেড়ে দেন বলে জানা গেছে ছাত্ররা রেগিং এর এই ঘটনায় দুর্গাপুর ইন্সিটিউট অফ টেকনোলজি তে ব্যাপক চাঞ্চল ছড়ায় এদিন সকালে।