ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ :শুক্রবার পাঁচগাছিয়া মোড়ের কাছে একটি বড় দুর্ঘটনা, একটি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকান ধাক্কা মারে ।দুটি দোকানে ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে একটি অটো ক্ষতিগ্রস্ত হয়।ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে তিনটায় হয়েছে বলে জানা গেছে। সোহম টেলিকমের মালিক সোহান সাও জানান, সকালে আচমকা আওয়াজ হল।আর আমরা দেখলাম যে একটা হাইওয়ে গৌররাণ্ডি দিক থেকে আসা আমাদের দোকানে ধাক্কা মারে।দোকানে ইলেক্ট্রনিক জিনিসপত্র ছিল, সব নষ্ট হয়ে গেছে, অন্যদিকে বিশ্বজিৎ কর্মা দোকানদার জানান, এই দুর্ঘটনায় তার দোকানেরও ক্ষতি হয়েছে প্রায় ৩০,০০০ ইলেকট্রনিক মেরামতের সামগ্রী ছিল যা ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক দুর্ঘটনায় বোঝায় ট্রাকটি অটোটিকেও ধাক্কা মারে। অটো মালিক নাসিম জানান, অটোটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিই আমাদের একমাত্র আয়ের উৎস ছিল। এই দুর্ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।তাকে সঙ্গে সঙ্গ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অতর্কিতে পাথর বোঝাই ট্রাক হুড়মুড়িরে ঢুকে পড়ল দুই দোকানের মাঝে আহত এক
