নিয়ামতপুর এফ.সি.আই গোডাউনে আগুন

 

ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদঃ নিয়ামতপুর এফ.সি.আই গোডাউনের ১ নম্বর শেডে আগুন,এফ.সি.আই কর্মী ও দমকলকর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয় ।
পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত সীতারামপুর স্টেশন রোডে অবস্থিত নিয়ামতপুর অফ.সি.আই গোডাউনে শুক্রবার দুপুরে ১নং শেডে হটাৎ আগুন লাগার ঘটনায় এফ.সি.আই চত্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার খবর দেওয়া হয় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ও দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন ও এফ.সি.আয়ের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।যেখানে প্রায় ১০ বস্তার মত গম আগুনে পুড়ে যায় বলে খবর।কি করণে আগুন আগে তা খতিয়ে দেখছে এফ সি আইয়ের আধিকারিকগন তবে তাদের অনুমানযে শর্ট শার্কিটের কারণে আগুন লেগেছে বলে অনুমান।ঘটনাকে দেখে ১ নং শেড থেকে সমস্থ বস্তা ভর্তি গম খালি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।এবং সাথে সাথে এফ.সি.আই কর্মীদের অভিযোগ যে এফ.সি.আই তে থাকা অগ্নিনির্বাপণ সব অকেজো হয়ে পড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!