পানীয় জলের হা হা কার রাস্তা অবরোধ

 ASANSOL EXPRESS NEWS ক্রান্তি সিং নিতুরিয়া:-  পুরুলিয়া জেলা নিতুরিয়া থানার সরবডি – পাঞ্চেত রোডে ঝনকা মোড়ে  AIC কারখানার সামনে  বেনিপুর গ্রামের গ্রামবাসীর পানীয় জল নিয়ে রাস্তা অবরোধ করে। গ্রামবাসীরা জানান কুঁয়ো, নলকূপ জল শুকিয়ে গেছে, পানীয় জলের অভাবে ধুঁকছে গোটা গ্রাম। অবিলম্বে পানীয় জল দিতে হবে এই দাবীতে রাস্তা অবরোধ করলো নিতুরিয়া থানার বেনিপুর গ্রামের মহিলারা। সড়বড়ি —

 

পাঞ্চেত রোড অবরোধ করে তারা বিক্ষোভ দেখান।গ্রামে পানীয় জল সরবরাহের কোন ব্যবস্থা নেই।দু’একটি নলকূপেই ভরসা। গ্রীষ্মের দাবদাহে তাও শুকিয়ে গেছে। নেই বড় পুকুর। উপায় না পেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তা নামতে বাধ্য হয়েছেন। নিতুরিয়া থানার বেশির ভাগ গ্রামেই পানীয় জল নেই , প্রায় প্রতিদিনই রাস্তা অবরোধের ঘটনা ঘটছে। ভুক্তভোগীদের বক্তব্য এই দাবী নিয়ে বহুবার ব্লক প্রশাসনের দ্বারস্ত হয়েছি সুরাহা মেলেনি। ব্লক প্রশাসনের বক্তব্য জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে এই সময় প্রতিবছর জলের জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন? কেন সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না। অবরোধের খবর পেয়ে আসেন নিতুরিয়া ব্লকের যুগ্ম বিডিও, নিতুরিয়া থানার পুলিশ। আপাততঃ গ্রামে ট্যাঙ্কারে জল পৌঁছে দেওয়া এবং আগামীদিনে স্থায়ী ভাবে পানীয় জলবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ উঠে যায়। ঘন্টা কয়েক অবরোধের জেরে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!