ASANSOL EXPRESS NEWS ক্রান্তি সিং :সাঁতুড়ি থানার পুলিশ সূত্রে খবর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত্রে অবৈধ মদ পাচারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, একটি সুইফট গাড়িকে সন্দেহ করে ধাওয়া করে অবশেষে সাঁতুড়ি থানার অন্তর্গত ঢেঁকসিলা মোড়ে (WB 68AH 9449) সুইফট গাড়িটিকে আটক করে এবং সেই গাড়ি থেকে প্রায় ১৫০ লিটার অবৈধ মদ উদ্ধার করে, অবৈধ মদ পাচারকারী এক যুবককে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ ধৃত ব্যক্তির নাম গণেশ গরাঁই, তার বাড়ি বাঁকুড়া জেলার শালতোড়া থানার বেলটিকুডির এলাকায়, তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। সাঁতুড়ি থানার পুলিশের এই সাফল্যের প্রশংসা করেন এলাকাবাসী।
বিপুল পরিমাণে মদ আটক করল সাঁতুড়ি থানার পুলিশ, ধৃত ১
