ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ : ফোন হারিয়ে গেলে আপনি কয়েক সেকেন্ডে ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন এই পদ্ধতি শুধুমাত্র আপনার হারিয়ে যাওয়া আন্ড্রয়েড ফোন খুঁজে পেতেই সাহায্য করবে না বরং এটিকে লক করতে এবং দূর থেকে ডেটা মুছে ফেলতেও সাহায্য করবে যাতে আপনি ডিভাইসটি খুঁজে না পেলেও আপনার সমস্ত ডেটা সুরক্ষিত থাকে। ফোন হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া পদ্ধতি -প্রধমে android.com/find এই ওয়েবসাইটে ডিজিট করে Google একাউন্টে সাইন ইন করুন। আপনার যদি একাধিক ফোন থাকে ,তাহলে স্ক্রিনের শীর্ষে হারিয়ে যাওয়া ফোন অপশন ক্লিক করুন। যদি আপনার হারিয়ে যাওয়া ফোনে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল থাকে ,তাহলে মূল প্রোফাইলে থাকা একটি Google একাউন্ট দিয়ে সাইন ইন করুন। হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন যাবে। তারপর ফোনটি কোথায় আছে গুগল ম্যাপে সেই তথ্য দেখা যাবে। দুর্ভাগ্যবশত ফোনের ব্যাটারি শেষ হওয়ার কারনে ফোনটি খুঁজে না পেলে ফোনের শেষ লোকেশন ট্রাক করতে পারবেন।
কি ভাবে খুঁজে পাবেন হারিয়ে যাওয়া ফোন
