ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ :পানাগড় অজয় নদ থেকে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করলো ৪ জনকে। ধৃতদের নাম পান্না বাগদি,প্রভাত বাগদি ও দুলাল পাত্র ও সঞ্জয় পাল। ধৃতদের মধ্যে পান্না বাগদি ও প্রভাত বাগদি কাঁকসার নিমটিকুড়ি এলাকার বাসিন্দা। ওপর দু জন দুলাল পাত্র ও সঞ্জয় পাল কাঁকসার বনগ্রামের বাসিন্দা। ধৃত ৪ জনকে মহকুমা আদালতে পেশ করা হবে বলে কাঁকসা থানার পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে গত এপ্রিল মাসে কাঁকসা থানার অন্তর্গত কাঁকসার বনকাটি এলাকায় অজয় নদের পাড় থেকে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ ছিল। এর পরেই গত এপ্রিল মাসের ১৯ তারিখে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে।
বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার ৪ জন
