পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ রামপুরহাট, ৮ মে ঃ প্রকাশ্যে ক্ষমা চেয়েও ফের ঘুর পথেপুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

। আজ বীরভূমের রামপুরহাটের পুরমঞ্চের প্রকাশ্য জনসভায় এভাবেই পুলিশকে আক্রমণ করেন তিনি।
প্রসঙ্গত, বগটুই গণহত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ দলীয় মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম। মিছিল শেষে রামপুরহাট পুরসভার সামনে পুরমঞ্চ জমায়েত হন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, “তৃণমূলের বন্ধুরা কেউ কেউ বলছেন আপনি পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করলেন? আমি সাধারণত উল্টোপাল্টা বলি না। বললে দুঃখ প্রকাশ করি। আমি আজ দুঃখ প্রকাশ করছি আমি কুকুরের অপমান করেছি পুলিশের সঙ্গে তুলনা করে এতে পুলিশের সম্মান গেছে না কুকুরের সমান গেছে তা মানুষ বুঝবে। কুকুরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে সে শুঁকে শুঁকে ঠিক খুনিকে ধরবে। আর বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে অনুব্রত মণ্ডল বলছেন কেস্তা সাজাতে হবে। আর দিদি সেই কথা শুনে পুলিশ সুপারকে নির্দেশ দিচ্ছেন কেস টা নানুরের মতো সাজাতে হবে। ঘটনার দিন বগটুই মোড়ে চারটে পুলিশের গাড়ি ছিল। কিন্তু তার পরেও বগটুই গ্রামে হত্যাকাণ্ড চলেছে। ফলে সেখানে পুলিশের গাড়ির বদলে যদি চারটে কুকুর থাকত তাহলে কমপক্ষে ঘেউ ঘেউ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!