ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ:আসানসোল হীরাপুর থানায় বিজেপির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোবের মাধ্যমে স্মারকলিপি প্রদান।আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি করা হয়। মূলত বিষয় হলো রাজ্যে যেভাবে গণতন্ত্র হত্যা করা হচ্ছে এবং বিজেপি কর্মীদের সোশ্যাল বয়কট করা হচ্ছে তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি।একের পর এক বিজেপি করার জন্য হত্যালীলা খেলছে তৃণমূল , তাই দক্ষিণ বিধানসভা অঞ্চলে বিজেপি কর্মীদের উপরে কোন অত্যাচার না হয় সেই কারণে আমাদের এই স্মারকলিপি দেওয়া এমনটাই বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল! অন্যদিকে।আসানসোল দক্ষিণ থানায় একই কর্মসূচি করতে দেখা যায় বিজেপি কর্মীদের।
রাজ্যে যেভাবে গণতন্ত্র হত্যা করা হচ্ছে এবং বিজেপি কর্মীদের সোশ্যাল বয়কট করা হচ্ছে তারই প্রতিবাদে থানা ঘেরাও
