ASANSOL EXPRESS NEWS ক্রান্তি সিং রানীগঞ্জ:- রানীগঞ্জ থানার নিমচা ফাড়ি অন্তর্গত রতিবাটি 6 নম্বর ধাড়ি পাড়া এলাকায় শনিবার রাতে বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের ৩ সদস্য। সবাইকে চিকিৎসার জন্য রাণীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোটিবাটি 6 নম্বর ধাড়ি পাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সুরজিৎ ব্যানার্জী ওরফে বাচ্চু দা, তার স্ত্রী দীপান্নিতা ব্যানার্জী এবং তার ছোট ভাই বিশ্বজিৎ ব্যানার্জী বিষাক্ত রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বাচ্চু বাবুর বদি রিংকু ব্যানার্জী জানান, শনিবার রাতে ডাল ভাত সবজি খাবার পর তিনজনই হঠাৎ করে বমি ও ল্যাট্রিন করতে শুরু করেন। স্থানীয় ডাক্তারকে ডাকা হয় এবং পরিস্থিতি খারাপ হতে শুরু করলে তিনজনকেই রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিশ্বজিৎ ব্যানার্জির অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ ঢুকল, তা তার বোঝার বাইরে। রবিবার সকালে ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি ও রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া অসুস্থ পরিবার বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। বিনোদ নুনিয়া জানান, ওই এলাকার এক পরিবারের তিন সদস্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই যেন দ্রুত নিরাপদে বাড়ি ফিরে আসে সেই কামনা করছি।
রতিবাটি ৬ নম্বর এলাকায় বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের তিন সদস্য
