ASANSOL EXPRESS NEWS DURGAPUR নিজস্ব সংবাদ :দুর্গাপুর শিল্পাঞ্চলে ইস্পাত নগরীতে আইনস্টাইন এ অবস্থিত বিবেকানন্দ ভাব সমাজের বৃদ্ধাশ্রমের বসবাস করেন প্রায় ৩৫জন বয়স্ক বৃদ্ধা। আজ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই হটাৎই ওই বৃদ্ধাশ্রম এর মায়েদের সম্মান জানানোর উদ্দেশ্যে ফুল মিষ্টি ও নতুন বস্ত্র নিয়ে হাজির হন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী সকল বয়স্ক মহিলারা এদিন হটাৎ বিজেপি বিধায়ক আগমনে অত্যন্ত খুশি। এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সকল বয়স্ক মায়েদের পাশে প্রণাম করে তাদের ফল মিষ্টি ও নতুন শাড়ি প্রদান করেন। বৃদ্ধাশ্রমের বসবাসকারী সকল মেয়েরা এদিন বুক ভরে আশীর্বাদ করেনন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও তার সঙ্গীদের।
আজ আর্ন্তজাতিক মাতৃদিবস উপলক্ষে বিজেপি বিধায়ক বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের আশীর্বাদ নিলেন
