ASANSOL EXPRESS NEWS রানীগঞ্জ ক্রান্তি সিং রানিগঞ্জ:- অল ইন্ডিয়া মারোয়ারি মহিলা সম্মেলন রাণীগঞ্জ শাখার পক্ষ থেকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রানিগঞ্জের তিলক রোডে অবস্থিত তিলক লাইব্রেরিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানিগঞ্জ বিধানসভার বিধায়ক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান তাপস ব্যানার্জি। এর সাথে ফসবেকির সভাপতি আর পী খৈতান, ভারতীয় ক্ষুদ্র শিল্প পরিষদের জাতীয় সহ-সভাপতি সন্দীপ ভালোটিয়া, ওম বাজোরিয়া, প্রদীপ নন্দী, নাথমল কেডিয়া এবং আসানসোল পৌর কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপেশ যাদব প্রধানত উপস্থিত ছিলেন। রানিগঞ্জ মাড়োয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে সভাপতি আশা তোদানি, সম্পাদক পুনম সরাফ, কোষাধ্যক্ষ পুনম সাতনালিকা, রক্তদান, চক্ষুদান, শরীর দান, অঙ্গদান প্রকল্পের চেয়ারম্যান রঞ্জিতা ভালোটিয়া এই কর্মসূচি সফল করতে বিশেষ অবদান রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানিগঞ্জ মাড়োয়ারি মহিলা সমিতির প্রশংসা করেন এবং তাদের অব্যাহত কাজের প্রশংসা করেন। আগামী দিনেও তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, রক্তদান সর্বোত্তম দান এবং এর গুরুত্বকে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের গুরুত্ব তুলে ধরে আসানসোল সরকারি হাসপাতালের চিফ মেডিকেল অফিসার শাস্বতী উপস্থিত মহিলা সদস্যদের থ্যালাসেমিয়ার কারণ ও প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। এই ক্যাম্পে মোট 21 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সরকারি হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত রক্তদান আন্দোলনের প্রবীর ধর বলেন, আজকের রক্তদান শিবির অত্যন্ত সফল হয়েছে এবং উপস্থিত নারী সদস্যদের যত প্রশংসা করা হোক কম।