কুনুস্টোরিয়া তে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় চক্র সম্মেলন আয়োজিত হলো

ASANSOL EXPRESS NEWS ক্রান্তি সিং জামুড়িয়া:- রবিবার জামুড়িয়া বিধানসভার অধীনে কুনুস্টোরিয়া এরিয়া অফিসের ঠাকুর মেমোরিয়াল হলে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দ্বিতীয় চক্র সম্মেলন আয়োজিত হয। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিংহ, তৃণমুল কংগ্রেস ব্লক দুই সভাপতি সুকুমার ভট্টাচার্য, বকুল মণ্ডল, চক্র 2 সভাপতি বিকাশ মণ্ডল, লতিফা কাজী, রাজু মুখোপাধ্যায়, পঞ্চানন রুইদাস প্রমুখ। এই অনুষ্ঠানে অশোক রুদ্র বলেন, ২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট শাসন করছিল, তখন শিক্ষকদের কী অবস্থা ছিল তা সবারই জানা। আগে শিক্ষকদের বেতন জেনো দেওয়া হতো সিপিএমের পক্ষ থেকে। শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মান পাননি। অশোক রুদ্র বলেন, বামেরা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অষ্টম শ্রেণি পাস, দশম শ্রেণি পাস ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো। তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের সম্মান ফিরিয়ে দিয়েছেন যা তাদের পাওয়া উচিত। তিনি শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশনা দিয়ে বলেন, তাদের আচরণও যেন একজন শিক্ষকের মতো হয়, কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছুই গোপন থাকে না। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংহও শিক্ষকদের অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এজন্যই গুরুকে ঈশ্বরের উপরে মর্যাদা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!