ASANSOL EXPRESS NEWS ক্রান্তি সিং জামুড়িয়া:- ঈদের অনেক দিন হয়ে গেল তবুও মানুষ নিজেদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করে নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত নন্দী রোড এলাকার বিদ্যুৎ বিভাগের অফিসের কাছে দি লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ডের পক্ষ থেকে কয়েক শো পথে চলা মানুষদের মধ্যে লাচ্ছা ভার্মিসেলি ও লস্যি দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন শেখ শাদরুদ্দিন, শেখ নিহাল, ফাইম আনসারী, আজাদ হুসেন, নকুল রুইদাস, সালাউদ্দিন খান, বাবলু পোদার, মনসুর আলম, শুভময় ব্যানার্জী, পরিমল রুইদাস, প্রদীপ মুখার্জি প্রমুখ। অনুষ্ঠান সম্পর্কে তথ্য দিতে গিয়ে সংগঠনের চেয়ারম্যান শেখ শাদরুদ্দিন বলেন, তার সংগঠন দরিদ্র মানুষের জন্য সময় সময় সাহায্য করে থাকে। তিনি বলেন, যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, দুর্গাপূজা হোক, দীপাবলি, ছটপর্ব, আদিবাসীদের বাঁধনা উৎসব হোক বা ঈদের উৎসব, আমরা এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাধ্যমতো সাধ্যমতো চেষ্টা করেছি এবং আগামীতেও এই সামাজিক কাজ করে চালিয়ে যাব। এ উপলক্ষে প্রদীপ মুখার্জি বলেন, প্রতি বছর দুবার ঈদ উদযাপিত হয়। রমজান মাসের শেষে যখন রোজাদারদের ঈদ উদযাপিত হয়, তখন একে আনন্দের ঈদ ঈদ-উল-ফিতর বলা হয় এবং একটি ঈদ পালিত হয় যখন হজরত মুহাম্মদ আল্লাহর নামে তার পুত্রকে কোরবানি দিতে চেয়েছিলেন এবং আল্লাহ সন্তুষ্ট হন। তার সাথে তিনি বলেন, আমরা এইমাত্র যে ঈদ উদযাপন করেছি সেটি ছিল ঈদ উল ফিতর, যা রমজান মাসের শেষে উদযাপিত হয়। তিনি বলেন, ঈদের অনেক দিন হয়ে গেলেও এখনো অনেক জায়গায় ঈদ মিলন উদযাপনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দি লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ডের পক্ষ থেকেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সকল ধর্মের মানুষ একে অপরকে ঈদের শুভেচ্ছা জানায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।
ঈদ উপলক্ষে দি লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ডের পক্ষ থেকে কয়েক শো মানুষদের মধ্যে লাচ্ছা ও লস্যি দেওয়া হলো
