ASANSOL EXPRESS NEWS নিজস্ব সংবাদ :রানীগঞ্জের বনিক সংগঠন চেম্বার অব কমার্সের অর্জুন আগারওয়াল স্মৃতি কক্ষে অনুষ্ঠিত হলো রানীগঞ্জ সিটিজেন ফোরামের, “রানীগঞ্জ নাগরিক সম্মেলন উৎসব 2022″। এদিন মূলত পহেলা বৈশাখ, ঈদুল ফিতর, বৈশাখী পরব, ও রামনবমী উদযাপন উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করলেন রানীগঞ্জ সিটিজেন ফোরামের সদস্যরা। রবিবারের এই বিশেষ কর্মসূচিতে সংস্থার শীর্ষ স্থানীয় সদস্য গৌতম ঘটক এই কর্মসূচির মুখ্য অতিথি তাপস বন্দ্যোপাধ্যায় সামনে তিনি তার বক্তব্যে জানান রানীগঞ্জ শহরের যানজটের সমস্যার কথা, বেশ কিছু জায়গায় সরকারি জমি দখল করে অন্যায় ভাবে বাড়ি, বসতি বানানোর পাশাপাশি, সহ সরকারি খাস জমি অন্যায় ভাবে দখল করে নেওয়ার বিষয় সহ,, খনি শহর রানীগঞ্জের যে মূল দাবি রানীগঞ্জ কে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক, দুর্মূল্যের বাজারে বিশাল ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে এলাকার পরিকাঠামো কে কার্যকর করে আবার নতুন করে মহকুমা ঘোষণা করা হোক এমনই দাবি করে, সেই দাবিকে আরো একবার উপস্থাপন করেন গৌতম বাবু। এদিনের এই কর্মসূচির মুখ্য অতিথির সামনে রানীগঞ্জের তিন বড় সমস্যা তুলে ধরার প্রেক্ষিতে কর্মসূচির মুখ্য অতিথি তাপস বন্দ্যোপাধ্যায় জানান কোন একটা বড় শহর বা বড় আন্দোলন এক দিনে সম্পন্ন হয় না ধীরে ধীরে সেটা জনসমর্থন পায় যখন সকলে মিলে সার্বিক প্রচেষ্টায় করতে থাকে সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বড় সকল কর্মকান্ড সম্ভবপর হয় বলেই তিনি জানান দিয়ে উদাহরণস্বরূপ আসানসোল জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দীর্ঘ একটা আন্দোলনের কথা তুলে ধরার সাথেই রানীগঞ্জ বড় ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে চেম্বার অব কমার্সের ভূমিকা তুলে ধরার পাশাপাশি রানীগঞ্জ শহরের সাধারণ মানুষকে শহরের সুবিধা ও অসুবিধা গুলি যাতে কাটিয়ে উঠতে পারেন তার জন্য সচেষ্ট হওয়ার দাবি জানালেন বিধায়ক। এদিনের এই অনুষ্ঠান পর্বের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ডেরও আয়োজন করা হয় রানীগঞ্জ ফোরামের পক্ষ থেকে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী ও শিল্পীরা তাদের শিল্প সত্তা তুলে ধরেন এদিনের অনুষ্ঠান মঞ্চে।
রানীগঞ্জ সিটিজেন ফোরামের, “রানীগঞ্জ নাগরিক সম্মেলন উৎসব 2022”
