নিজস্ব সংবাদ কুলটি :পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর স্টেশন রোড সংলগ্ন এফ.সি.আই গোডাউ স্থানীয় ট্রাক চালকেরা এফ.সি.আই গোডাউনের গেটের সামনে বিক্ষোভ । ট্রাকচালকদের দাবি যে আমার দীর্ঘ ৪০ বছর ধরে গোডাউন থেকে খাদ্যশস্য তারাই লোডিং করে আসছে। কিন্তু এফ.সি.আয়ের লোডিং এবং আন লোডিংয়ের কন্ট্রক্টার বাইরের থেকে গাড়ি এনে লোডিং করার পরিকল্পনা করছে। সে কারণে আজ আমরা স্থানীয় ট্রাক চালকরা রাস্তায় নামতে হয়এবং বিক্ষোভ করতে বাধ্য। আমরা আমদের স্থানীয় তৃর্ণমুল কংগ্রেসের শ্রমিক নেতা কে এই বিষয়টি জানাই ,খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া উপস্থিত হন। নিয়ামতপুর এফ.সি.আই গোডাউনে।সেখানে তিনি ট্রাক চালকদের সাথে কথা বলেন এবং কন্ট্রাকটারের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেস্টা করেন।এই বিষয়ে তিনি বলেন যে এখান থেকে স্থানীয় ট্রাক চালকরা৪০ বছর ধরে লোডিং করছে আজ কিছু বাইরের থেকে মোস্তান এনে বাইরের থেকে গাড়ী এনে স্থানীয় ট্রাক চালকদের ছাঁটাই করার চেষ্টা করছে। আমরা চাই স্থানীয় ট্রাক চালকরা গোদামের থেকে লোডিং করবে তাছাড়া বাইরের কোনো ট্রাককে এনে লোডিং করা হবে না. কিছু বিজেপি লোক তাদের কে উস্কানি দিচ্ছে এবং কিছু বাইরে থেকে গন্ডা এনে এ ধরনের কাজ করছে।আমদের মা মাটি সরকার আমরা শ্ৰমিকদের পাশে আছি এবং এখন থেকে কেও বে রোজগার হবে না।
নিয়ামাতপুর এফ.সি.আই গোডাউনে ট্রাক চালক দের বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS
