DURGAPUR নিজস্ব সংবাদ :শিল্পাঞ্চল দুর্গাপুরে দুই নাবালিকার বিয়ে আটকে প্রশংসনীয় কাজ করেছে কোক ওভেন থানার পুলিশ ও চাইল্ড লাইন কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানা এলাকার রায়ডাঙ্গা দুই নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা যৌথ অভিযান চালায় ওই নাবালিকাদের বাড়িতে। ওই দুই নাবালিকার একজনের বয়স ১৭ ও অপরজনের ১৬ বছর বলে জানা গেছে। দুই নাবালিকারই বিয়ের কার্ড ও বিয়ের সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে । কিন্তু আচমকাই পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইনের যৌথ উদ্যোগে তাদের বাড়িতে হানা দেওয়ার ফলে আটকে গেল বিয়ে । পুলিশের তরফ থেকে ওই দুই নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেকার নেওয়া হয়েছে এই মর্মে যাতে ১৮বছরের আগে ওই নাবালিকাদের বিয়ে দেওয়া কোনভাবেই না হয়, তা না হলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পুলিশ বলে হুশিয়ারি দিয়ে এসেছেন
দুই নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন ASANSOL EXPRESS NEWS
