নারীনির্যাতন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাকা জাম করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ASANSOL EXPRESS NEWS

রানিগঞ্জ নিজিস্ব সংবাদ :রাজ্যজুড়ে চাকা জাম কর্মসূচির প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে 5:10 থেকে 5 টা 30 পর্যন্ত 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোবের সামিল হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ আঞ্চলিক কমিটির মহিলা সদস্যরা। আপনি দিন মহিলারা মিছিল করে রানীগঞ্জ বাজার এলাকা পরিক্রমা করে তাদের দাবি গুলি জনসমক্ষে তুলে ধরে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হন। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে থাকা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সভানেত্রী কৃষ্ণা দাস গুপ্ত জানান, হাঁসখালি কোন্নগর মালদা সমস্ত জায়গায় আপনারা দেখলেন কিভাবে মহিলাদের উপর অত্যাচার হল, নির্যাতন হল নারী ধর্ষণ হল, হাঁসখালির ঘটনা আমাদের উত্তর প্রদেশ হাথ্রাস এর ঘটনা কে মনে করিয়ে দেয় সেই ছোট্ট নির্যাতিতা মেয়ে কে ভুলিয়ে নিয়ে গিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। খাবারে মাদক মিশিয়ে, সেই সকল ধর্ষকদের আজও কোনো রকম শাস্তি দেওয়া হচ্ছে না। আমরা দেখছি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অথচ রাজ্যজুড়ে প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টালেই ওটিভি নিউজ দেখলে আমরা দেখতে পারছি মহিলাদের ওপর এই আক্রমণ, আমরা কি দেখছি যখনই কোনো আক্রমণ হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করে ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, বলে ধর্ষকদের আড়াল করছেন। অথচ ধর্ষকদের কোন রকম শাস্তি দেওয়া হচ্ছেনা। এ সকল বিষয়ের প্রেক্ষিতে আমরা আবারো কর্মসূচি নিয়েছি যে অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে কঠোর সাজা দিতে হবে তাই এই চাকা জাম কর্মসূচি আজ জেলা জুড়ে দেওয়া হয়েছে। তাদের দাবি পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে হবে ও মহিলাদের নিরাপত্তা দিতে হবে। তাদের দাবি রানীগঞ্জ এর ব্যতিক্রম নয় কয়দিন আগেই আমরা রানীগঞ্জে এরকম ঘটনা করতে দেখেছি, তাই আমরা পুলিশকে বারংবার ডেপুটেশন দিকে ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে একই সাথে পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি করেছি। মঙ্গলবার এমনই বেশকিছু দাবি-দাওয়া নিয়ে পথ অবরোধ কর্মসূচিতে শামিল হয়ে বিক্ষোভে ফেটে পড়েন বাম মহিলা সংগঠনের নেতাকর্মীরা এদিন মহিলারা বিভিন্ন ব্যানার ফেস্টুন সহযোগে নেতাজি স্ট্যাচু সংলগ্ন মোর এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন। পরের রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!