ASANSOL নিজস্ব সংবাদ :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকরের 67 নম্বর ওয়ার্ডের আরাডাঙ্গালে বরাকর মুসলিম প্রাইমারি স্কুল উর্দু মেডিয়ামে গতকাল রাত্রে ধস হয় । ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বরাকর ফাঁড়ি পুলিশ পুলিশ গর্ত জায়গা কে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।ঘটনার খবর দেওয়া হয়েছে বিসিএলের আধিকারিককে এবং স্থানীয় কাউন্সিলরকে।
বরাকরে এক প্রাইমারি স্কুলে ধস,ঘটনাস্থলে বরাকর ফাঁড়ি পুলিশ ASANSOL EXPRESS NEWS
