RANIGANJ নিজস্ব সংবাদ :রানীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির নপুর মাজি পারে অনন্ত সিংহের বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল ।
তাদের অভিযোগ তিনজন মোটর বাইক করে মুখে মাস্ক পরে এবং প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বন্দুক দেখিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয়। তাদের অভিযোগ নপুর মাজিপাড়ার নতুন কলোনিতে কিছু নতুন বাড়ি হয়েছে এখনো এই জায়গা ফাঁকা।আমরা এখানে বসবাস করি প্রত্যেকেই কাজে বেরিয়ে যায়। আমরা প্রশাসনকে বার বার বলেছি এখানে সিকিউরিটি গার্ড দেওয়া হোক। কেন না এখানে আমরা কাজে বেরিয়ে গেলে বাড়ির মেয়েরা একই থাকে। আমার আতঙ্কে বসবাস করছি। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।ঘটনা স্থলে রানীগঞ্জ থানার বল্লভ পুর ফাঁড়ির পুলিশ এসে তদন্তে নামে।