দুর্গাপুর নিজস্ব সংবাদ :দুর্গাপুরের শ্রমিকরা এন.এস.পি.সি.এল অর্থাৎ এন.টি.পি.সি. সেল পাওয়ার কোম্পানি লিমিটেড বেসরকারি কাছে বিক্রি করার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন এই পাওয়ার কোম্পানিটি ২০০১ সালের মার্চ মাসে দুর্গাপুর (ডিএসপি )টিতে ৬০ মেগাওয়াট প্লান্টের উৎপাদন সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। মহারত্ন সেল এবং মহারত্ন এন.টি.পি.সি. উভয়েরই এন.এস.পি.সি.এল এ ৫০ শতাংশ শেয়ার রয়েছে। সরকার এটিকে এ নরেনের কাছে বিক্রি করার চেষ্টা করছেন বলে অভিযোগ শ্রমিকদের। এন.এস.পি.সি.এলের শ্রমিকদের অভিযোগ কোম্পানির কর্মক্ষমতা এবং ব্যালেন্স শিট উভয়ের অত্যন্ত ভালো । এটি এখন শুধু দুর্গাপুর ইস্পাত শিল্পে নয় ,রাউরকেল এবং ভিলাইয়ের সেল এর অন্যান্য ইউনিটেও বিদ্যুৎ সরবরাহ করছে। তাও সরকার এটিকে বেসরকারি ক্রেতাদের কাছে বিক্রি করার চেষ্টা করছেন। লাভজনক সংস্থা কে বিক্রি করার প্রচেষ্টাকে জঘন্য প্রয়াস বলে নিন্দা করছেন পশ্চিমবঙ্গ সিটু নেতৃত্ব।এই কোম্পানিকে বিক্রি বন্ধের বিরুদ্ধে লড়াই ও আন্দোলন।
এন.এস.পি.সি.এল কে বিক্রি করার বিরুদ্ধে প্রতিবাদ দুর্গাপুরে ASANSOL EXPRESS NEWS
