রানীগঞ্জ নিজস্ব সংবাদ :বুধবার বিকেল 5 টা 45 নাগাদ এক বিলাসবহুল গাড়িতে করে চালের বস্তায় বোঝাই করা কারি কারি টাকার বান্ডিল নিয়ে এক ফোর্ড গাড়ি তিন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাঁকুড়ার মেজিয়া থানা পার করে 60 নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকায় পৌছতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার অন্তর্ভুক্ত বল্লভপুর ফাঁড়ির পুলিশ সাহেবগঞ্জ মোড় এলাকায় নাকা চেকিং চালানোর সময় বাজেয়াপ্ত করল প্রায় তিন কোটি টাকা। জানা গেছে ওই 3 ব্যবসায়ী রাজীব দে, দীপেস পাটেল ও ভরত পাটেল, গাড়ির চালক রঞ্জিত সরদার কে সঙ্গে নিয়ে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসানসোল এর উদ্দেশ্যে যাচ্ছিলেন, সে সময় পুলিশের নাকা চেকিং চলার সময় এই বিশাল পরিমাণ টাকা তারা গাড়ির পেছনের ডিকিতে থাকার বিষয়টি তারা লক্ষ্য করেন, বিষয়টি তারা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের জানালে পুলিশের বিশেষ দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন প্রায় তিন কোটি টাকা। বুধবার বিকেলে ঘটা নাকা চেকিংয়ের ধরান তল্লাশির সময় এত বিশাল পরিমাণ টাকা কেন তারা নিয়ে যাচ্ছিলেন তার কোনও সঠিক জবাব না দিতে পারায় পুলিশ ওই চার ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। এই ঘটনার পর রানীগঞ্জ থানার পুলিশ ওই 4 ব্যক্তিদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পাঠান। জানা গেছে এই বিশাল পরিমাণ টাকার সঙ্গে নিয়ে যাওয়া ওই ব্যক্তিরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা কি ভাবে এতগুলি নাকা চেকিং পার করে পশ্চিম বর্ধমানের পুলিশ প্রশাসনের হাতে ধরা পড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সাথে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ কি কারনে এত বিশাল পরিমাণ টাকা এভাবে নিয়ে যাচ্ছিলেন তার অনুসন্ধান শুরু করেছেন ।
পুলিশের নাকা চেকিং চলার সময় এই বিশাল প্রায় তিন কোটি টাকা নগদ উদ্ধার আটক ৪ ASANSOL EXPRESS NEWS
