বারাবানি নিজস্ব সংবাদ :বারাবানিতে, ছোটখাটো বিষয় নিয়ে বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।এ ঘটনায় এক মহিলা সহ ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি বারাবনি থানার এলাকার। অভিযোগ, গতরাতে বৃন্দাবন বাউড়ির আত্মীয়দের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা ।তাদের বাড়িতেই হামলা চালানো হয়। বাড়ির ভদ্র মহিলা সহ সকল প্রবীণকে বেধড়ক মারধর করা হয়। স্বজনদের অভিযোগ, তাঁরা বিজেপি করি বলে হুমকি দিচ্ছেন তৃণমূলের লোকেরা। হাসপাতালে চিকিৎসাধীন আহত ৬ জনের স্বজনদের অভিযোগ পুলিশকে জানানোর পরও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।কোনও গ্রেফতার হয়নি, তাই তারা আদালতে ঘটনাটি জানাবেন। বর্তমানে ওই বাড়ির পরিবারের সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই বিজেপি কর্মী। অন্য দিকে তৃনমূলের বক্তব্য এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কে বদনাম করার চেষ্টা করছে।নিজেদের ঝামেলা তৃনমূলের উপর চাপাবার চেষ্টা কর