নিজস্ব সংবাদ অন্ডাল : কয়লা নিয়ে বেআইনি কর্মকাণ্ডে লাগাম টেনেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, তবুও পশ্চিম বর্ধমান জেলার খনি এলাকা থেকে বিক্ষিপ্তভাবে কয়লা চুরির ঘটনা ঘটেছেই। বুধবার সিআইএসএফ-এর কর্মীরা মধুসূদনপুরের কলিয়ারীর কাছ থেকে সাইকেল ও স্কুটার থেকে ইসিএল এজেন্টের বাংলো এলাকায় অবৈধ কয়লা আটক করে। এছাড়া একটি গাড়িও আটক করে সিআইএসএফের জওয়ানরা। জানা গেছে গাড়ি, সাইকেল ও স্কুটারে করে পাচার করা হচ্ছিল অবৈধভাবে খননকরা কয়লা। এদিন সিআইএসএফ ওই কয়লা বাজেয়াপ্ত করে গাড়ি সহ ছয় টি সাইকেল ও দুটি স্কুটার আটক করে। আটক করা হয় বেশ কয়েকজন কয়লা পাচারকারীকে।