শ্রদ্ধার সঙ্গে পালিত হলো আর্ন্তজাতিক নার্স দিবস
নিজস্ব সংবাদ রানীগঞ্জ : বৃহস্পতিবার বিকেলে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় এলাকায় অবস্থিত রয়েল কেয়ার হাসপাতাল এ আন্তর্জাতিক নার্স দিবস উদ্যাপন উপলক্ষে ওই সংস্থায় কর্মরত 60 জন নার্সকে করা হলো নারী দিবসের বিশেষ সম্মান। এদিন তাদের চকলেট দিয়ে, ব্যাজ পরিয়ে, নার্সিং কার্ড দিয়ে, পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন রয়েল কেয়ার কর্তৃপক্ষ। সেদিন নার্সদের শুভেচ্ছা জানানোর সাথেই তাদের আগামী দিন যেন শুভ হয় সেই কামনা করেন সকলে। উল্লেখ্য আধুনিক নার্সিং এর প্রবর্তক ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর সেবা কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনের দিন এই আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। বৃহস্পতিবার সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করলেন চিকিৎসা জগতের বিশিষ্টজনেরা।