দুর্গাপুর নিজস্ব সংবাদ :- দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের বিধানপার্ক এলাকায় এক পথহারা কিশোরকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। বছর ১২ -র ওই কিশোর নিউটাউনশিপ পুলিশের হেফাজতে ছিল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় এদিন দুপুরে হঠাৎ করেই ওই কিশোর সাইকেল নিয়ে এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। পরিবারের লোকজন তার নাম ঠিকানা জানতে চাইলে নিজের ও মা বাবার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারেনি হিন্দিভাষী ওই কিশোর। কিশোরটি জানায় তার নাম নামান সিং এবং তার বাবার নাম নীরাজ সিং ও মার নাম গুড়িয়া সিং। আর ঠিকানা বলতে সে শুধু বিহারের গয়ার নাম উল্লেখ্য করে। কথাবার্তা অসঙ্গতি থাকায় স্থানীয়দের অনুমান কিশোরটি বিশেষ চাহিদা সম্পন্ন। পাশাপাশি যে সাইকেলে করে কিশোরটি এসেছিল সেটি দেখে স্থানীয়দের অনুমান সে কোনও সম্পন্ন পরিবারের সন্তান । কোনওভাবে পথ ভুল করে হারিয়ে গেছে। পথহারা ওই কিশোরকে নিউটাউন শিপ থানার পুলিশ আধিকারিক থানায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে পুত্রস্নেহে আদর করেন এবং জানার চেষ্টা করেন তার বাড়ির ঠিকানা। কিন্তু কিশোরটি সাময়িকভাবে মানসিক বিকারগ্রস্ত হওয়ায় বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারেনি সে। নিউটাউন শিপ থানার অফিসার ইনচার্জ ওই কিশোরটিকে কোনরকম মানসিক চাপ না দিয়ে শিশুসুলভ আচরণ করতে আদেশ দেন তাঁর সহকর্মী পুলিশকর্মীদের।
অন্যদিকে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তার কাছে খবর যায় ওই কিশোর উদ্ধারের। তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে নিউ টাউনশিপ থানার অফিসার ইনচার্জকে সম্পূর্ণ দায়িত্ব দেন যেখান থেকেই হোক রাত্রের মধ্যে শিশুটিকে তার বাড়ির লোকজনদের হাতে হস্তান্তর করতে হবে। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিক উচ্চ পুলিশ অফিসারের এই আদেশ পেয়ে তৎপরতার সাথে আশেপাশের সমস্ত থানা গুলির সঙ্গে যোগাযোগ করে জানতে চেষ্টা করেন কোথাও কোনো নিখোঁজ কিশোরের অভিযোগ দায়ের হয়েছে কিনা। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিউটাউন শিপ থানার পুলিশ জানতে পারে ওই কিশোরের নাম নামান সিং ও তার বাড়ি দুর্গাপুর থানা অন্তর্গত আমরাই গ্রামের উত্তরায়নে। দুর্গাপুর থানা অন্তর্গত আমরাই গ্রামের উত্তরায়নের বাসিন্দা শশীকান্ত সিং এর পুত্র নামান। সঙ্গে সঙ্গে নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিক তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তার পিতাকে থানায় এসে তার পুত্র নামান সিং কে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। ওই কিশোরকে উদ্ধার কাণ্ডে পুলিশ জানতে পারে সকালে সাইকেল নিয়ে আমরাই উত্তরায়ন থেকে নামান সিং নামক ওই কিশোর বেরিয়ে পড়ে সাইকেল চালিয়ে। ঘুরতে ঘুরতে বিকেল দিকে পথ হারিয়ে সে ২৫ নম্বর ওয়ার্ডের বিধানপার্ক এলাকায় হাজির হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় তাকে। পুত্র নামান সিং কে খুঁজে পাওয়া গেছে জেনে তার পিতা শশীকান্ত সিং তৎক্ষণাৎ নিউ টাউনশিপ থানায় হাজির হন। প্রথাগত জিজ্ঞাসাবাদের পর ওই কিশোর নামান সিং কে রাত্রে তার পিতার হাতে হস্তান্তর করা হয়। মাত্র কয়েক ঘণ্টার ভেতরই হারিয়ে যাওয়া কিশোরকে ফিরে পেয়ে কিশোরের পিতা শশীকান্ত সিং কান্নায় ভেঙে পড়েন ও নিউ টাউন শিপ থানার সকল পুলিশ আধিকারিককে প্রণাম জানান তাদের এই মানবিক কাজের জন্য। দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ কিশোর নামান সিংয়ের এই বাড়ি ফিরে যাওয়াকে পুলিশের সাফল্য বলে মনে করেন ও সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার সকল পুলিশ আধিকারিককে।