দুর্গাপুর : পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি আধিকারিকের পরিচয় দিয়ে ও গাড়িতে জিএসটি বোর্ড ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করতে গিয়ে কোক ওভেন থানার পুলিশের জালে দুই ব্যক্তি। পুলিশ সূত্রের খবর দুর্গাপুরের নডিহার বাসিন্দা বাসুদেব পাল ও জগদীশ পাল নামে দুই ব্যক্তি দুর্গাপুরের এসবি মোড়ে দীর্ঘদিন ধরে পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে ও গাড়ি জিএসটি বোর্ড ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করত বলে অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার পণ্যবাহী গাড়ির ডাইভার কোকওভেন থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কোক ওভেন থানার পুলিশ বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গাড়ি সমেত দুর্গাপুরের নডিহা থেকে অ্যারেস্ট করে। শুক্রবার ওই দুই ব্যক্তি কে কোক ওভেন থানার পুলিশ সাতদিনের পুলিসি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ঘটনা তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ।
জিএসটি বোর্ড ব্যবহার করে অবৈধভাবে টাকা আদায় করতে গিয়ে কোক ওভেন থানার পুলিশের জালে দুই ব্যক্তি
