পাণ্ডবেশ্বর নিজস্ব সংবাদ :স্থানীয় বাসিন্দা পরেশ বাদ্যকর জানান তার মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবক রাজীব বাউরি প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। কিন্তু গত একবছর ছেলেটি র সঙ্গে তার মেয়ের কোন সম্পর্ক নেই। কিন্তু অভিযুক্ত রাজীব বাউরি তার মেয়েকে ও তাদেরকে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য হুমকি দিতে থাকে। প্রায় সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার মেয়েকে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চাপ দিতে থাকে। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাওয়ায় পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তারপর থেকেই তাদের পরিবারের সকলকে ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিতে থাকে রাজীব বাউরি।
আহত পরিবারের এক সদস্য সহ আরো তিনজন গ্রামবাসী। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ভুড়ি ডোম বাউরী পাড়ায়। বোমার আঘাতে আহত হয়েছেন ভুড়ি গ্রাম ডোম বাউরী পাড়ার।আহতদের চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে পুলিশ।
মানিক বাদ্যকর ৪৭,তারক ভান্ডারী২৮,
হান্দু বাউরী ২৬
লক্ষী কান্ত বাউরী।
আজ তাকে না পেয়ে পরিবারের সদস্য তথা মেয়ের মামার উপর বোমা ছোড়ে রাজীব বাউরি। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেশ কয়েকজন বোমার স্প্লিনটারে গুরুতর আহত হন বলে জানান পরেশ বাদ্যকর।
আহত
তারক ভান্ডারী জানান তিনি সেলুন চালান। সেলুন বন্ধ করার সময় হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয়। সেই বোমার আঘাতে তিনি শরীরের বিভিন্ন জায়গায় চোট পান।
বোমাতে আহত মানিক বাদ্যকর জানান স্থানীয় যুবক রাজীব বাউরি ও তার দুই সঙ্গীর তাদের ওপর অতর্কিত বোমা ছোড়ে। এই ঘটনায় তিনি সহ গ্রামের আরও 3 জন যুবক আহত হয়েছেন। মানিক বাদ্যকর জানান তার শরীরের পিছন দিকে বোমার আঘাত লাগে। আটটি সেলাই হয়েছে তার শরীরে।
গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ