রানীগঞ্জ নিজস্ব সংবাদ : রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ডের রোনাই গরিয়া চলি পুকুরের সামনে এক পরিতক্ত চাণক্যের মুখে মাঝ বয়সী এক ব্যক্তির পচা-গলা দেহ লক্ষ্য করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দারা পুকুরে নিত্যকর্ম করতে এসে কটু গন্ধ পেয়ে খোঁজ তল্লাশি করলে দেখতে পান পরিতক্ত চাণক্যের জলে ভেসে রয়েছে এক কালো প্যান্ট পরিহিত মাঝ বয়সী ব্যক্তি। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট কে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধারে তৎপর হয়। স্থানীয়দের দাবি এটি এলাকার কোন ব্যক্তির দেহ নয় সম্ভবত মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি জঙ্গলে ঢাকা ওই চোখে পড়ে যায়। ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ বডি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। এলাকায় এই ধরনের পরিতক্ত চাণক্য এ এই ধরনের দেহ পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য।
পরিতক্ত চাণক্যে পচাগলা দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ASANSOL EXPRESS NEWS
