কুলটি নিজস্ব সংবাদ :আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাইপাস দুনম্বর জাতীয়সড়ক থেকে চৌরাঙ্গি মোড় কানেকটিং রাস্তার বেহাল দশা!এই কনেকটিং রাস্তা চৌরাঙ্গি মোড়ে উঠে এবং তারপর চিত্তরঞ্জন ও নিয়মতপুর যাবার জন্য মুখ্য রাস্তা!ফলে এই কানেকটিং রাস্তার বেহাল দশাতে বন্ধ হয়ে রয়েছে এই কেনেকটিং রাস্তা টি!ফলে যে সব যানবাহন চিত্তরঞ্জন বা নিয়মতপুর দিকে যাওয়ার তাঁদের কে যাতীয়সড়কের দিয়ে আগে গিয়ে ঘুরে আস্তে হচ্ছে!আপততো বন্ধ হয়ে পড়ে রয়েছে এই কানেকটিং রাস্তাটি!যদিও রাস্তাটি মেরামতি করার জন্য মাটি বা পাথরের ডাস্ট পড়লেও কাজ কিন্তু শুরু হয়নি ফলে অসুবিধাতে যানবাহন চালক রা!তাঁদের বক্তব্য দীর্ঘ দিন থেকে এই কানেকটিং রাস্তাটির বেহাল দশা রাস্তাটি মেরামতি হচ্ছেনা ফলে নিয়মতপুর বা চিত্তরঞ্জন যাওয়ার জন্য যানবাহন চালক দের অসুবিধা হচ্ছে কারণ বাইপাস জাতীয় সড়ক ধরে কিছুদূর গিয়ে আবার ঘুরে এসে তারপর চিত্তরঞ্জন ও নিয়মতপুর যাওয়ার রাস্তা সংযোগ মিলছে !বলতে গেলে এই কানেকটিং রাস্তার ফলে অসুবিধা তে যান বাহন চালক রা!