কুলটি নিজস্ব সংবাদ :কুলটি বিধানসভার 28 টি ওয়ার্ড নিয়ে গঠিত কুলটি বোরো কার্যালয় যেটি আসানসোল পৌরনিগমের অধীনে রয়েছে কিন্ত 2006 সালে কুলটি বোরো কার্যালয়টি সেইসময় কুলটি পৌর সভা ছিল । সেসময় কুলটি পৌর সভার জন্য ৩৫টি ওয়ার্ডের জন্য হাইড্রোলিক অটো এবং ধাপে ধাপে জলের টেংকার সহ বিভিন্ন লোহার সামগ্রী নেওয়া হয়েছিল । বর্তমানে সেগুলো অধিকাংশ অকেজো হয়ে পড়েছে । আজ শনিবার সকালে উক্ত অকেজো হাইড্রোলিক অটো গুলো ও লোহার সামগ্রীগুলো পরিদর্শন করতে এলেন কুলটি বোরো কার্যালয়ের আসলেন আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায় সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমূল হক ।এই বিষয়ে মহানাগরিক বিধানউপাধ্যায় বলেন যে যে সব গাড়ি গুলো মেরামতির পর্যায়ে আছে শে গুলো মেরামতি করিয়ে ব্যবহারের কাজে লাগানো হবে আর যে সব গুলো অকেজো বা স্ক্র্যাপ এ পরিণত হয়েছে সেগুলো স্ক্র্যাপে দিয়ে দেওয়া হবে এবং যে টাকাটা আসবে তা পৌরনিগমের উন্নয়নের কাজে লাগানো হবে বলে যানান