পেপার মিলে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ সি আই টি ইউ
সুরুজিৎবাউরি রানীগঞ্জ নিজস্ব সংবাদ :রানীগঞ্জ বল্লভপুর পেপার মিলে অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে সোচ্চার হলো সি আই টি ইউ শনিবার দুপুরে , বল্লভপুরকারখানার পেপার মিলে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ সভা করে ডেপুটেশন দিল কারখানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনের মূল দাবি ছিল অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা ও যে সমস্ত শ্রমিকদের ইএসআই পি এফ নেই তাদের ইএসআই পি এফ এর আওতায় নিয়ে আসা এই ডেপুটেশনের মধ্যে এই ডেপুটেশন এর মধ্যে শ্রমিকরা আরও দাবি করে স্থানীয় বেকারদের চাকরি চাকরির সুযোগ দিতে হবে এবং সমস্ত শূন্য পদএবং সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে কা কারখানার যে সমস্ত শ্রমিকদের জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট করা হয়েছে সেই জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট হোলডার শ্রমিকদের এসআইপিএফ, এর সুযোগ দিতে হবে , এবংকারখানার আরও দাবি বাইরে থেকেগেটে আসা শ্রমিকরা মোটা অংকের পেমেন্ট পাচ্ছি তারা স্থানীয়রা অংকের কোন তারা বেতন পাচ্ছে না বিক্ষোভ সবাই সবাই় বক্তব্য রাখেন শ্রমিক নেতা , হেমন্ত প্রভাকর ও সন্তোষ বাউরী এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কৃষক নেতা মলয় মন্ডল। বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন পশ্চিমবাংলার কোন কারখানাতেই জিরো ব্যালেন্স একাউন্ট এর শ্রমিক নেই অথচ বেঙ্গল পেপার মিল জিরো ব্যালেন্স এর অ্যাকাউন্ট এর নাম করে শ্রমিক শোষণ করছে
পেপার মিলে গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ সি আই টি ইউ ASANSOL EXPRESS NEWS
