ঝাড়খন্ড নিজস্ব সংবাদ :কয়লা চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সি আই এস এফ এর নিরাপত্তারক্ষীরা। কয়লা চোরেদের পাথর আঘাতে আহত এক সিআইএসএফ অফিসার। শুক্রবার বিকেলে ঝাড়খন্ড এর বিসিএলের মুগ্মা এরিয়ার বেশ কয়েকটি খনিতে অভিযান চালাই যাই সি আই এস এফ এর নিরাপত্তারক্ষীরা। অভিযান চলাকালীন কয়লা চোরদের তাড়াতে গেলে পাল্টাস কয়লা চোরেরা হামলা চালায় জাওয়ানদের উপরে । ঘটনায় বেশ কয়েকজন কয়লা চোরকে আটক করে দের মাইথন থানার পুলিশ হাতে তুলে দেয় সিআইএসএফ জওয়ানরা। অভিযোগ ঝাড়খণ্ডের কয়লা খনি গুলোতে এই ভাবেই কয়লা এনাম এ গ্রামবাসীরা। বাধা দিতে গেলে বাড়ি বাড়ি হামলার শিকার হয় নিরাপত্তারক্ষীরা। ইসিএলের নিরাপত্তা আধিকারিক শৈলেন্দ্র সিং জানান এই ঘটনার পর আরো অভিযান জোরদার করা হবে।
কয়লা চুরি আটকাতে গিয়ে আক্রান্ত সি আই এস এফ এর নিরাপত্তারক্ষীরা ASANSOL EXPRESS NEWS
